সাভারে ভবন হেলে পড়ায় সিলগালা

ঢাকার সাভারে পাঁচতলা একটি ভবন পাশের তিনতলা ভবনের ওপর হেলে পড়ায় সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2019, 11:30 AM
Updated : 1 July 2019, 11:30 AM

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান বলেন, রোববার রাতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মজিবর রহমান নামে এক ব্যক্তির পাঁচতলা বাড়িটি তার প্রতিবেশী আবু আইয়ুবের তিনতলা বাড়ির ওপর হেলে পড়ে।

ভবন দুটি সিলগালা করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, তার আগে এখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

“বিশেষজ্ঞ দল বাড়ি দুটি পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এ প্রসঙ্গে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন আহমেদ বলেন, তারা গিয়ে পাঁচতলা ভবনটি পাশের তিনতলা ভবনের ওপর হেলে পড়া অবস্থায় দেখতে পান। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহায়তায় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। পরে ভবন দুটি সিলগালা করে দেন ইউএনও।

হেলে পড়া পাঁচতলা ভবন ‘তারামন ভিলার’ মালিক মজিবর রহমান এ প্রসঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।