বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ আহত, ৫ দিন পর ঢাকায় মৃত্যু

বগুড়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত হওয়ার পাঁচদিন পর এক যুবকের মৃত্যু হয়েছে ঢাকার একটি হাসপাতালে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2019, 03:56 PM
Updated : 18 June 2019, 03:56 PM

মঙ্গলবার দুপুরে পঙ্গু হাসপাতালে আবদুল্লাহ আল জোনায়েদ ওরফে বি-ক্লাশ রনির (৩৫) মৃত্যু হয়।

রনি বগুড়া শহরের হাকির মোড় এলাকায় মৃত আবদুর রশিদের ছেলে।

গোয়েন্দা পুলিশের ওসি আসলাম হোসেন বলেন, রনির বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।

“গত ১৩ জুন বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের পালশায় আদর্শ কলেজের কাছে তিনি বন্দুকযুদ্ধে আহত হন।”

ওসি আসলাম বলেন, এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড কার্তুজ ও একটি চাপাতি পাওয়া যায়।

পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রনিকে গত ১৫ জুন ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।