উচ্চৈঃস্বরে কথা বলতে বাধা দেওয়ায় খুন, আসামি গ্রেপ্তার

টঙ্গীতে ব্যবসায়ী চুন্নু হত্যা মামলার আসামিকে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2019, 01:11 PM
Updated : 13 June 2019, 01:13 PM

বুধবার রাতে শনির আখড়া এলাকা থেকে মিন্টু মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানিয়েছেন।

মিন্টু মোল্লা নোয়াখালীর রামদেবপুর গ্রামের আজিজ মোল্লার ছেলে।

বৃহস্পতিবার র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পে এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানানো হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে মিন্টু মোল্লা এ হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান সারোয়ার।

কর্নেল সারওয়ার বলেন, গত ৯ জুন টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার বাসিন্দা আতাউর রহমান খান জুয়েলের  বাসায় ঈদ উপলক্ষে বেড়াতে আসেন তার স্ত্রীর বড়ো ভাই চুন্নু মিয়া। বাসার সামনে রাস্তায় আসামি মিন্টু মোল্লা মোবাইল ফোনে উচ্চৈঃস্বরে অশ্লীল ভাষায় কথা বলছিলেন।

সারওয়ার বলেন, আতাউর রহমান খান জুয়েল তার বাসার বারান্দা থেকে মিন্টু মোল্লাকে এভাবে কথা বলতে নিষেধ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

“এক পর্যায়ে চুন্নু ভূইয়াকে সাথে নিয়ে বাসার নিচে গিয়ে মিন্টু মোল্লাকে গালিগালাজের কারণ জিজ্ঞেস করলে মিন্টু উত্তেজিত হয়ে ধাক্কাধাক্কি শুরু করে এবং এক পর্যায়ে তার প্যান্টের পকেট থেকে ছুরি বের করে চুন্নু ভুইয়ার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে।”

এ সময় জুয়েলও হাতে আঘাত পান বলে র‌্যাব কর্মকর্তা জানান।

তিনি বলেন, চুন্নু ভূইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে।