পঞ্চগড়ের সীমান্তে বিএসএফের গুলি

পঞ্চগড়ের সীমান্তে বিএসএফ সদস্যরা গুলি করেছে। এ সময় সেখানে বিজিবি সদস্য টহলরত থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2019, 01:34 PM
Updated : 14 May 2019, 01:34 PM

তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্তে সোমবার রাতের এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিকায়ন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এরশাদুল হক জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ কর্তৃপক্ষ সাড়া দেয়নি।

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের ৪২৯ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলার এলাকায় ভারতীয় গরু চোরাচালান হচ্ছে খবর পেয়ে ভজনপুর বিওপির বিজিবি সদস্যরা অবস্থান নেন।

“এ সময় হঠাৎ ভারতের ৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অমৃকানগর ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের দিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় বিজিবির টহলরত সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।”

পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকার মানুষদের সীমান্তে শূন্য রেখায় না যাওয়ার জন্য সতর্ক করে দেন বলে তিনি জানান।

কর্নেল এরশাদুল আরও বলেন, বিএসএফের গুলিতে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে একজন ভারতীয় নাগরিক নিহত এবং একটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে মঙ্গলবার সকালে সীমান্ত এলাকার লোকজনের কাছে।

বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন বলেন, গভীর রাতে আকস্মিক গুলিবর্ষণের শব্দ পেয়ে লোকজন কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। মন্ডলপাড়া গ্রামসহ আশেপাশের লোকজনের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

“আজ শুনেছি ভারতীয় এলাকায় একজন ভারতীয় নাগরিক ও একটি গরু মারা গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”