মাদারীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2019, 12:50 PM
Updated : 1 May 2019, 01:16 PM

সদর থানার এসআই মেহেদী হাসান জানান, বুধবার দুপুরে বড়খালপাড় গ্রাম থেকে খাদিজা বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেন তারা।

খাদিজা ওই গ্রামের মজিদ মোল্লার মেয়ে।

খাদিজার স্বজনরা জানান, বছর দেড়েক আগে পারিবারিকভাবে একই উপজেলার সিকিনওহাটা গ্রামের সিরাজুল মাতব্বরের (২২) সঙ্গে খাদিজার বিয়ে হয়। প্রথম থেকেই যৌতুক দাবি করে আসছে ছেলের পরিবার। কয়েক দফায় লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে। সম্প্রতি খাদিজার ভাই বিদেশ থেকে দেশে আসার পর যৌতুকের দাবিতে নির্যাতন বেড়েছে। চার দিন আগে নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে যান খাদিজা। মঙ্গলবার বিকালে শ্বশুরবাড়ির লোকজন এসে খাদিজাকে নিয়ে যায়। বুধবার মৃত্যুর খবর পায় তার বাবার পরিবার।

এসআই মেহেদী বলেন, “আমরা ঘটনা শুনে ঘটনাস্থলে এসেছি। আমরা আসার আগেই ঝুলন্ত লাশ ওড়না কেটে নিচে নামানো হয়েছে। প্রাথমিক অবস্থায় বলা যাচ্ছে না এটা হত্যা না আত্মহত্যা।”

লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।