আমরণ অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হককে অপসারণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2019, 11:08 AM
Updated : 24 April 2019, 11:32 AM

তাদের সঙ্গে শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মূল ফটকের সামনে বুধবার বেলা ১১টায় তারা এই অনশন কর্মসূচি শুরু করন।

উপাচার্য ইমামুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দিয়েছেন দাবি করে গত ২৬ মার্চ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, “শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলেই এর সাথে শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেছেন।”

তবে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা আমরন অনশনে অংশ নেননি। তারা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্যাম্পাসে অবস্থা করছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ভিসিকে অপসারণ না করা পর্যন্ত তাদের এই অনশন চলবে।

আন্দোলন শুরুর আগে উপাচার্য ইমামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তিনি সব শিক্ষার্থীকে রাজাকারের সন্তান বলেননি।

“বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বহু শিক্ষার্থী রয়েছেন যারা মুক্তিযোদ্ধার সন্তান। যারা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পণ্ড করতে চেয়েছে তাদেরই রাজাকারের দোষর বলে মন্তব্য করেছি। আর এটা আমি বারবার বলব।”