কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে ‘দালাল’সহ ৪ রোহিঙ্গা নারী আটক

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে চার রোহিঙ্গা নারী ও দালাল সন্দেহে আরেক নারীকে আটক করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2019, 03:40 PM
Updated : 3 April 2019, 03:40 PM

বুধবার পাসপোর্ট অফিসে আবেদন করতে এলে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

চার রোহিঙ্গা নারী হলেন কক্সবাজারের কুতুপালংয়ের আশরাফ আলীর মেয়ে ফাতেমা (২৬), আব্দুল আউয়ালের মেয়ে মীম (২৫), জয়নাল আবেদীনের মেয়ে আলেয়া খাতুন (২৬) এবং বক্স মিয়ার মেয়ে নুরীকা খাতুন (২৫)

দালাল সন্দেহে আটক হয়েছেন আরিফা খাতুন (৪২)।

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আব্দুল মোত্তালেব সরকার জানান, জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী আরিফা খাতুন আত্মীয় পরিচয়ে চার রোহিঙ্গা নারীকে মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করতে আসেন।

“তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়।”

সন্দেহভাজন দালাল আরিফা খাতুন বলেন, তার এক আত্মীয় মালয়েশিয়ায় চাকরি করেন। সেখানে আটক ফাতেমা ও মীমের স্বামীও চাকরি করেন। তাদের পরামর্শে এই চারজন গতকাল কক্সবাজার থেকে কুড়িগ্রামে আসেন।

আরিফা জানান, রাতে এই চারজনকে তাদের বাড়ি রাখা হয়। বুধবার পাসপোর্ট অফিসে আবেদন করতে গিয়ে পুলিশের হাতে আটক হন।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিন আল পারভেজ বলেন, এ ঘটনায় তাদের স্বীকারোক্তির প্রেক্ষিতে নাগেশ্বরীর একজনসহ চার রোহিঙ্গা নারীকে আটক করা হয়।

আটকরা নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর বড়দেরহাট এলাকার ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে আসেন।