পাহাড়ে বৈসাবির আনুষ্ঠানিকতা শুরু

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈসাবির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

ফজলে এলাহী রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2019, 06:03 PM
Updated : 2 April 2019, 06:03 PM

সোমবার রাঙামাটিতে বৈসুক, সাংগ্রাই, বিজু ও বিষু (বৈসাবি) উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর যৌথ আয়োজনে আলোচনা সভা, মেলা ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

উৎসব চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।

এতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা।

উৎসবকে ঘিরে পাহাড়ি-বাঙালিসহ সব ধর্ম, বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য পোশাক, খাবার ইত্যাদি ঐতিহ্যগুলো রক্ষা করার আহ্বান জানান বক্তারা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিষু মেলায় পাহাড়ে বসবাসরত বিভিন্ন নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক দল নিজ নিজ ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।

এছাড়া রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে চার দিনব্যাপী মেলা শুরু হয়েছে।

মেলায় স্থানীয় নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, পোশাকসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হচ্ছে।

চার দিনব্যাপী মেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা, নাটক মঞ্চায়ন, পাঁচন রান্না, কবিতা পাঠসহ ম্যাগাজিন অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন রয়েছে।

মেলা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।