চুরি হওয়া শিশু মেলেনি ৬ দিনেও, প্রধান সন্দেহভাজন আটক

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জানালার গ্রিল কেটে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু আব্দুল্লাহর খোঁজ ছয় দিনেও পাওয়া যায়নি।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2019, 05:37 PM
Updated : 16 March 2019, 05:37 PM

শনিবার এ ঘটনার প্রধান সন্দেহভাজন হৃদয় চাপরাশিকে (২০) পুলিশ আটক করেছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বাগেরহাটের পরিদর্শক মো. আলিমুজ্জামান বলেন, শনিবার সকালে পিবিআই এর একটি দল রাজধানীর সায়েদাবাদ এলাকা দিয়ে প্রধান সন্দেহভাজন হৃদয়কে আটক করে।

“শনিবার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জে হৃদয়কে নিয়ে নিখোঁজ শিশু আব্দুল্লাহকে উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ।”

এর আগে পুলিশ হৃদয় চাপরাশির মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তার মা, ভাই, বোন ও স্ত্রীসহ মোট পাঁচজনকে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী হ্নদয়ই শিশু আব্দুল্লাহকে চুরি করেছে বলে পুলিশের দাবি।

হৃদয় নিশানবাড়িয়া গ্রামের মোয়াজ্জেম চাপরাশির ছেলে।

গত ১০ মার্চ রোববার রাতে মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনয়নের বিশারীঘাটা গ্রামের দলিল লেখক সোহাগ হাওলাদারের বাড়ির জানালার গ্রিল কেটে তার ছেলে আব্দুল্লাহকে চুরি করে নিয়ে যায়। পরে তারা শিশুটিকে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।