বাগেরহাটে গ্রিল কেটে শিশু অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘরের জানালার গ্রিল কেটে আড়াই মাসের শিশুকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 09:34 AM
Updated : 11 March 2019, 09:34 AM

মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, সোমবার ভোরের দিকে বিশারীঘাটা গ্রামের দলিল লেখক সোহাগ হাওলাদারের শিশুসন্তান অপহৃত হওয়ার অভিযোগ পেয়েছে পুলিশ।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে তিনি বলেন, ঘরের জানালার গ্রিল কাটা দেখতে পেয়েছে পুলিশ। তথ্য সংগ্রহের পর পুলিশের তিনটি দল শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে।

“শিশুটিকে পুলিশ অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারবে বলে আশা করছি।”

দুই সন্তানের বাবা সোহাগ সাংবাদিকদের বলেন, তার আড়াই মাস বয়সী ছেলে আব্দুল্লাহ কয়েক দিন ধরে অসুস্থ।

“রোববার রাত পৌনে ৩টার দিকে ওষুধ খাওয়ানোর পর সে মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়লে আমরাও ঘুমিয়ে পড়ি। সাড়ে ৪টার দিকে জেগে দেখি বিছানায় ছেলে নেই। এছাড়া আমার মোবাইল ফোনসেট নেই। তড়িঘড়ি উঠে দেখি ঘরের জানালার গ্রিল কেটে নিচে নামিয়ে রাখা।”

এছাড়া অপহরণকারী সব ঘরের দরজা বাইরে থেকে আটকে রাখে বলে তিনি জানান।

সোহাগ বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে ছেলেকে ফিরিয়ে দিতে আমার ছোট ভাইয়ের মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী।”