ফরিদপুরে চাঁদাবাজি মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরে চাঁদাবাজির মামলায়িএক জেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 05:35 PM
Updated : 11 March 2019, 05:36 PM

সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার অমিতাভ বোস (৫১) ফরিদপুর শহরের সিংপাড়া মহল্লার বাসিন্দা হারিদাস বোসের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

কোতোয়ালি থানার এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, গত ১২ ফেব্রুয়ারি অমিতাভের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়। এ মামলার বাদী শহরের গোয়ালচামট মহল্লার বাসিন্দা শহরের হাজী শরীয়তুল্লাহ পৌর কাঁচাবাজারের মাছের আড়তদার অপন দত্ত (৪৮)।

মামলায় অভিযোগ কা হয়, গত ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক সোয়া ৮টার দিকে অমিতাভসহ অজ্ঞাতনামা আরও সাত/আটজন ব্যক্তি বাদীর আড়তে এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

বাদী চাঁদা দিতে অস্বীকার করলে অমিতাভসহ অন্যরা তার ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা নিয়ে যান বলে মামলায় বলা হয়।

এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, সোমবার বেলা সোয়া ১১টার দিকে অমিতাভকে সিংপাড়া এলাকার একটি সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করলে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।