বান্দরবানে বিএনপির ৫ নেতাকে বহিষ্কার

দলের সিদ্ধান্ত না মেনে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বান্দরবানে পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2019, 05:52 AM
Updated : 4 March 2019, 05:52 AM

রোববার বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। 

বহিষ্কৃতরা হলেন- বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, আলীকদম উপজেলার চেয়ারম্যান ও জেলা সহ-সভাপতি আবুল কালাম, আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক শিরিন আক্তার, রুমা উপজেলা সভাপতি জিমসম লিয়ান বম ও নাইক্ষ্যংছড়ি মহিলা দলের ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী।

চিঠিতে আরও বলা হয়- “দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা জানান, বহিষ্কারের কথা তাদের জানানো হয়েছে।কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে পদত্যাগ না করে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না।

বান্দরবান সদর ও আলীকদম উপজেলা নির্বাচনে এবার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আব্দুল কুদ্দুছ ও আবুল কালাম।

বহিষ্কারের প্রসঙ্গে আব্দুল কুদ্দুছ বলেন,“দলের নিয়ম মেনে পদত্যাগপত্র জমা দিয়েই নির্বাচনে প্রার্থী হয়েছি।এভাবে বহিষ্কার করা খুবই অযৌক্তিক।”