পটুয়াখালী পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীর জয়

পটুয়াখালী পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2019, 05:18 AM
Updated : 2 March 2019, 08:49 AM

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন।  

পটুয়খালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পৌরসভায় মোট ভোটার হচ্ছেন ৪৫ হাজার ১৭৭ জন।এর মধ্যে ২৪ হাজার ২০৩ জন ভোট দিয়েছেন।

জগ প্রতীকে মহিউদ্দিন পেয়েছেন ১৮ হাজার ৩২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট।

নারিকেল গাছ প্রতীকে আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু পেয়েছেন ২ হাজার ৫২৫ ভোট। 

বর্তমান মেয়র মো. শফিকুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে ২৩৩ এবং মিনার প্রতীকে আবদুর রহমান পেয়েছেন ১২৯ ভোট।

শফিকুল নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেও ব্যালটে তার নাম ছিল। 

মহিউদ্দিন পৌর আওয়ামী লীগের সদস্য ছিলেন। দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় সংগঠনের শৃংখলা ভংঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়।