জামালপুরে বাবর আলী হত্যায় ৪ জনের যাবজ্জীবন

অটোরিকশা চালক বাবর আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জামালপুরের একটি আদালত।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2019, 03:02 PM
Updated : 26 Feb 2019, 03:02 PM

জেলা ও দায়রা জজ সাইদুর রহমান খান মঙ্গলবার আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডিতরা হলেন চন্দ্রা গ্রামের মো. হাফেজের ছেলে আব্দুল মালেক, সুরুজ আলীর ছেলে জরিপ উদ্দীন, ইব্রাহিমের ছেলে মো. মিলন এবং মমিনের ছেলে আল আমীন।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৪ সালের ১৪ জুলাই রাতে জামালপুর পৌরসভার হাটচন্দ্রার আব্দুল হালিমের ছেলে বাবর আলী বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন।

১৬ জুলাই পৌরসভার ঝিনাই নদীর উপর রশীদপুর ব্রিজের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পিপি বলেন, এ ঘটনায় বাবর আলীর বাবা আব্দুল হালিম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা নয়জনের নামে অভিযোগপত্র দেন।

বিচারকালে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রায় ঘোষণার সময় সব অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন।  

পিপি আরও জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার কালাবহ গ্রামের তমেজ আলীর ছেলে মেহের আলী, আব্দুল আউয়ালের ছেলে আনোয়ার হোসেন ময়নাল, মৃত আয়নুল হকের ছেলৈ মশিউর রহমান, জুরমত আলীর ছেলে আক্তারুজ্জামান ও জহুরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন ভুট্টুকে খালাস দেওয়া হয়েছে।