মানসম্পন্ন শিক্ষার ওপর গুরুত্ব দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে মানসম্পন্ন শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন উপাচার্য হারুন-অর-রশিদ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2019, 06:53 AM
Updated : 23 Feb 2019, 06:53 AM

শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে এ অধিবেশন হয়।

উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের অনেক সম্প্রসারণ ঘটেছে। এখন আবশ্যক গুণ ও মানসম্পন্ন শিক্ষা। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশব্যাপী দুই হাজারের বেশি কলেজ রয়েছে জানিয়ে তিনি বলেন, “সব কলেজে শিক্ষার মান রাতারাতি বৃদ্ধি সম্ভব নয়। তবে হাত গুটিয়ে বসে থাকারও সুযোগ নেই।”

তিনি বিভিন্নভাবে প্রকল্প তৈরি করে এগিয়ে যাওয়া হবে বলে জানান।

এর আগে অধিবেশনের শুরুতে ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুনাজ আহমেদ নূর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হারুনর রশীদ খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হাফিজ মু. হাসান বাবু, মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেনসহ সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন কলেজের অধ্যক্ষ অধিবেশনে ছিলেন।