ভাষা শহীদদের স্মরণে লাখো মঙ্গল প্রদীপ

ভাষা শহীদদের স্মরণে জ্বলে ওঠে এক লাখ মঙ্গল প্রদীপ। এ সময় মঞ্চ থেকে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2019, 06:02 PM
Updated : 21 Feb 2019, 06:04 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুরিডোপ মাঠে এভাবে ভাষা শহীদের স্মরণ করা হয়।

‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’-এই শ্লোগানকে ধারণ করে একুশের আলো, নড়াইল এই অনুষ্ঠানের আয়োজন করে।

শহীদ মিনার, জাতীয় স্মৃতি সৌধ, বাংলা বর্ণমালা, আল্পনাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন অনুষ্ঠানের মাধ্যমে।

ভাষা দিবসের ৬৮তম বার্ষিকী উপলক্ষে ওড়ানো হয় ৬৮টি ফানুস।

বিকাল থেকে মঞ্চে গণসংগীত, দেশাত্মবোধক গান আর কবিতা পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা।

সন্ধ্যায় ৬টা ১০ মিনিটে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, একুশের আলো, নড়াইলের সাধারণ সম্পাদক কচি খন্দকার প্রমুখ।

এ সময় কচি খন্দকার বলেন, “আমাদের আকাঙ্ক্ষা এই মঙ্গল প্রদীপের আলো পৃথিবীর সমস্ত মাতৃভাষা ও সংস্কৃতিকে আলোকিত করে আরো বেশি সমৃদ্ধ করবে।

“বাংলাদেশের মাটিতে সাম্প্রদায়িকতা, ধমান্ধতার কোনো স্থান নেই। একুশের এই মঙ্গল প্রদীপের আলোয় দূর হবে সকল অন্ধকার এটাই আমাদের প্রত্যাশা।”

আয়োজক কমিটির সদস্য সাংবাদিক আসাদ রহমান বলেন, “১৯৯৮ সালে আমরা সর্বপ্রথম এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তারপর থেকে প্রতিবছর চলছে এই আয়োজন। বাড়ছে কলেবর।”

নয়নাভিরাম এই দৃশ্য উপভোগ করতে বিকেল থেকে মাঠে আসেন হাজার হাজার দর্শনার্থী।

মাঠে আগত শহরের দুর্গাপুর এলাকার জসিম উদ্দিন বলেন, “পরিবারের সদস্যদের নিয়ে মাঠে এসেছি সুন্দর এই আয়োজন দেখতে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ভাষা শহীদদের।”

যশোর থেকে আগত হাবিবুর রহমান বলেন, “এই অনুষ্ঠানের খবর আগে শুনেছি তাই দেখতে এলাম। খুব ভাল লাগছে।”

আয়োজক কমিটির সদস্য সৈয়দ শান্ত জানান, স্কয়ার গ্রুপ ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।