দোহারে মাহেন্দ্র-বাইক সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, সড়ক অবরোধ

ঢাকার দোহার উপজেলায় মাহেন্দ্রর সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

দোহার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2019, 10:48 AM
Updated : 3 Feb 2019, 11:00 AM

দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, রোববার বেলা ১১টার দিকে উপজেলার ফুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনার পর ঢাকা-দোহার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

নিহত মো. শাওন হোসেন (১৯) উপজেলার ফুলতলা ঢালারপাড় এলাকার মাঈন উদ্দিনের ছেলে এবং পদ্মা কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে নারিশার যাচ্ছিল শাওন।

“পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবোঝাই মাহেন্দ্রর সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, শাওনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা ১৫ মিনিটের মত আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ সময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে; আর ঘটনাস্থল থেকে মাহেন্দ্রটি জব্দ করা হলেও তবে চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।