নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২৪ ফেব্রুয়ারি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২৪ ফেব্রুয়ারি।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2019, 04:42 PM
Updated : 28 Jan 2019, 04:42 PM

সোমবার উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন বলে উপাচার্য এম অহিদুজ্জামান জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, মহামান্য রাষ্ট্রপতির আগমনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করা হচ্ছে। এ উপলক্ষে একটি কোর কমিটি এবং ২১টি উপকমিটি গঠন করা হয়েছে।

“ইতিমধ্যে সহস্রাধিক গ্র্যাজুয়েট নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধন চলবে  ফেব্রুয়ারির ৪ তারিখ পর্যন্ত। সমাবর্তন উপলক্ষে ২ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোহাম্মদ ফারুক উদ্দিন, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন সৈয়্যদ আতিকুল ইসলাম, রেজিস্ট্রার মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি গাজী মো. মহসীন, প্রক্টর এস এম নজরুল ইসলাম, প্রকাশনা ও প্রচার কমিটির আহ্বায়ক এম ডি মাসুদ রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোখলেস-উজ-জামান প্রমুখ।