কক্সবাজারে ‘জমির বিরোধে’ নিহত ১

কক্সবাজার সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ষাটোর্ধ্ব এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2019, 08:03 AM
Updated : 27 Jan 2019, 08:03 AM

কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন জানান, রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজল কবির নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

ফজলেল (৬২) বাড়ি সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মাস্টার পাড়ায়।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, গ্রামের একখন্ড জমি নিয়ে প্রতিবেশী নুর আহমদের সঙ্গে ফজলের বিরোধ চলছিল। শনিবার রাত ১২ টার দিকে ফজলের লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে নূরের লোকজন তাকে বাধা দেয়।

" এ সময় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে নূরের লোকজন ফজলকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।”

পরে ফজলকে তার স্বজনরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

তিনি বলেন, ঘটনার পর থেকে নূর ও তার লোকজন পলাতক রয়েছে; তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।