মোটরসাইকেল ছিনতাইয়ে কুপিয়ে হত্যা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় একটি মোটরসাইকেল ছিনতাই করতে তার চালককে কুপিয়ে হত্যা করেছে ভাড়ায় ওঠা দুজন আরোহী।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2019, 03:21 PM
Updated : 19 Jan 2019, 03:21 PM

উপজেলার মেহেরপুর এলাকায় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন মোল্লা (৩৬) মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দির জয়নুদ্দিন মোল্লার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

শনিবার নিহতের বড়ভাই আবুল কালাম মোল্লা বাদী হয়ে মোল্লাহাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আবুল কালাম মোল্লা সাংবাদিকদের বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট থেকে দুই যাত্রী বাগেরহাটের মোল্লাহাট আসার জন্য আবুল হোসেন মোল্লাকে ভাড়ায় ঠিক করেন।

কালাম বলেন, মোল্লাহাটের মেহেরপুর গ্রামের নির্জন এলাকায় মোটরসাইকেলটি থামাতে বলে আরোহীরা। সেখানে ওই দুই যাত্রী আবুল হোসেনকে মোটরসাইকেল রেখে চলে যেতে বললে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

“এক পর্যায়ে যাত্রীবেশী ওই দুই যুবক আবুল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেলটি নিয়ে চলে যায়।”

কালাম আরও বলেন, আবুল হোসেন ডাক-চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাজিব বলেন, আবুল হোসেনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, দুর্বৃত্তরা আবুল হোসেনের মোটরসাইকেলটি ছিনতাই করতে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতের বড় ভাই আবুল কালাম মোল্লা বাদী হয়ে মোল্লাহাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।