জয়পুরহাটে ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাই

জয়পুরহাটের কালাই উপজেলায় এক পোল্ট্রি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে প্রায় সোয়া ১৪ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2019, 05:01 AM
Updated : 18 Jan 2019, 05:01 AM

উপজেলার সড়াইল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার রতন ফকির (৩২) উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামের মোশারফ ফকিরের ছেলে। তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত এই পোল্ট্রি ব্যাবসায়ী বলেন, বৃহস্পতিবার বিকালে তিনি ও মোখলেছ উদ্দিন (৪০) নামে তার এক সহকর্মী জয়পুরহাট ইসলামী ব্যাংক থেকে ১৪ লাখ ২০ হাজার টাকা তুলে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

“পথে কালাই পৌরসভার সড়াইলে পৌঁছালে দুইটি মোটরসাইকেলে অজ্ঞাত পরিচয় ছয় জন ছিনতাইকারী তাদের পথরোধ করে টাকাভরতি ব্যাগ ছিনিয়ে নেয়। বাধা দিলে দুর্বৃত্তরা আমাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।”

রতন ও মোখলেছের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং রতনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে রতন জানান।

কালাই থানার ওসি আব্দুল লতিফ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে চিকিৎসাধীন আহত রতনের খোঁজ খবর নিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতিসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে পুলিশী অভিযান চলছে।