নতুন শিল্প-কারখানায় হবে নতুন কর্মসংস্থান: শিল্পমন্ত্রী

নরসিংদীতে শিল্প-কারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন শিল্পমন্ত্রী  নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2019, 11:57 AM
Updated : 11 Jan 2019, 11:57 AM

মন্ত্রী হওয়ার পর শুক্রবার নিজের এলাকা নরসিংদীতে প্রথম সফরে এসে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাংসদ হুমায়ুন এ কথা বলেন।

নরসিংদী সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন শিল্পমন্ত্রী।

তিনি বলেন, “নরসিংদী জেলায় বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুলে নতুন কর্মসংস্থানের ব্যবস্থাসহ আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে।”

অন্যদের মধ্যে নরসিংদী জেলা প্রশাসক ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মেরাজ আহমেদ, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান কামরুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা মতবিনিময়ে উপস্থিত ছিলেন।