আশুলিয়ায় অভ্যন্তরীণ দ্বন্দ্বে যুবলীগ নেতার ওপর হামলার অভিযোগ

ঢাকা আশুলিয়ায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার পর অভ্যন্তরীণ দ্বন্দ্বে এক যুবলীগ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2018, 05:51 PM
Updated : 21 Dec 2018, 05:57 PM

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, শুক্রবার দুপুরে ঘোষবাগ এলাকায় তার ওপর এই হামলা হয়।

আহত মোশারফ হোসেন মুসা ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তাকে ঢাকার উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ভাই আমজাদ দেওয়ান।

আমজাদ অভিযোগ করেন, মুসার সঙ্গে থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকারের লোকজনের আগে থেকে বিরোধ রয়েছে।

“এ কারণে পরিকল্পিতভাবে তাকে মেরে ফেলার জন্য হামলা চালানো হয়েছে।”

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য এনামুর রহমানের নির্বাচনী গণসেংযোগ চালানোর সময় বেলা ১২টার দিকে সরকার মার্কেট এলাকায় কবিরের সঙ্গে মুসার লোকজনের বাকবিতণ্ডা হয়। সেখান থেকে তারা ঘোষবাগ যান। ঘোষবাগে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তার ওপর হামলা হয়।

তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন কবির হোসেন সরকার।

তিনি বলেন, “আমার লোকজন এ হামলা চালায়নি। আমাদের নামে মিথ্যে কথা বলা হচ্ছে।”

এ বিষয়ে পরিদর্শক জাবেদ বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।