নীলফামারীতে ভুয়া প্রার্থী আটক

নীলফামারীতে পুলিশ এক ভুয়া প্রার্থীকে আটক করেছে; যিনি নিজেকে জাতীয় পার্টির প্রার্থী পরিচয় দিয়ে লাঙ্গল প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2018, 10:55 AM
Updated : 21 Dec 2018, 10:55 AM

আটক পিয়ারুল ইসলাম বাবু (৪০) ডিমলা উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের মজিরুদ্দিনের ছেলে।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান, পিয়ারুল নিজেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জাতীয় পার্টির প্রার্থী দাবি করে দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও লাঙ্গল প্রতীকসহ নিজের ছবি যুক্ত করে পোস্টার ছেপে প্রচার করছিলেন।

এ ঘটনায় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু বাদী হয়ে পিয়ারুলের বিরুদ্ধে বৃহস্পতিবার ডিমলা থানায়  মামলা করেন।

ওসি মফিজ বলেন, মামলার পর রাতে পুলিশ গিয়ে বাড়ি থেকে তাকে আটক করে। শুক্রবার তাকে আদালাতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে কেন পিয়ারুল এই প্রচারণা চালাচ্ছিলেন সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

এ বিষয়ে জাতীয় পার্টির নেতা জাকারিয়া বলেন, “প্রকৃত ঘটনা জানি না। শুনেছি তার মানসিক সমস্যা আছে।”

দলে পিয়ারুলের কোনো পদ নেই বলে তিনি জানান।

নীলফামারী-১ আসনে মোট আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার, সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির জাফর ইকবাল সিদ্দিকী, বিএনপির রফিকুল ইসলাম  চৌধুরী, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, বাসদের ইউনুছ আলী, ইসলামী আন্দোলনের সাইফুল ইসলাম, বিএনএফের সিরাজুল ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মঞ্জুরুল ইসলাম।

এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ৫৩৫ জন।