গাজীপুরে দুর্ঘটনায় আহত এসআইয়ের মৃত্যু

দুর্ঘটনায় আহত হওয়ার দুই দিন পর গাজীপুর জেলার শ্রীপুর থানার এক এসআই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2018, 04:43 PM
Updated : 10 Dec 2018, 04:43 PM

সোমবার ঢাকা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম।

নিহত আব্দুর রহমান (৪৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুলাইদ গ্রামের আব্দুল হালিমের ছেলে। দেড় মাস আগে তিনি শ্রীপুর থানায় যোগদান করেছিলেন।

মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, শনিবার

 রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় রাত্রিকালীন বিশেষ কর্তব্য (স্পেশাল নাইট ডিউটি) পালন করছিলেন।

“এ সময় ময়মনসিংহগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আব্দুর রহমানসহ পুলিশ বহনকারী লেগুনার ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।”

শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

“পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।”

পুলিশ সদস্যর মৃত্যুতে শোক জানিয়ে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, কর্তব্যরত অবস্থায় কোনো সদস্য মারা গেলে পুলিশ হেড কোয়ার্টার ও জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে তার পরিবারকে সহায়তা করা হয়। এক্ষেত্রে আব্দুর রহমানের পরিবারকে সর্ব্বোচ সহযোগিতা করা হবে।