চাঁদপুরে হত্যার দায়ে ১ জনের ফাঁসির রায়

চাঁদপুর শহরে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে একজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত।

চাঁদপুর পতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2018, 11:17 AM
Updated : 22 Nov 2018, 11:17 AM

চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান বৃহস্পতিবার তিন বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত মো. খায়ের মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মিরপুর গ্রামের মো. জামাল মিয়ার ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন।

চাঁদপুর শহরের আলিমপাড়ার শহীদ বেপারীর স্ত্রী জাকিয়া (৩৬) বেগম হত্যা মামলায় আদালত এ রায় দেয়।

আদালতের পিপি আমন উল্লাহ মামলার নথির বরাতে জানান, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর জাকিয়া নিখোঁজ হন। পরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তার লাশ মেলে। তার বোন পাপিয়া অজ্ঞাত আসামির বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত করে খায়ের মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করে। তার বিরুদ্ধে ২০১৬ সালের ৫ জুন আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ভুঁইয়া।

পিপি আমান বলেন, গত প্রায় তিন বছরে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত খয়েরকে দোষী সাব্যস্ত করে এই রায় দেয়।