সাবেক ধর্ম প্রতিমন্ত্রী নুরুল ইসলামের মৃত্যু

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 11:03 AM
Updated : 11 Nov 2018, 11:03 AM

রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা।

তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি তিন ছেলে, তিন মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। তার বাড়ি সরিষাড়ী উপজেলার পাখিমারা গ্রামে।

ছানোয়ার হোসেন বাদশা সাংবাদিকদের জানান, নুরুল ইসলাম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাজধানীর এপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এইচএম এরশাদের শাসনামলে নুরুল ইসলাম জাতীয় পার্টির সমর্থনে সরিষাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালে বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারকে পরাজিত করে সরিষাড়ী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন।

বাদশা আরও জানান, রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম নামাজে জানাজার পর তার মরদেহ সরিষাবাড়ী নেওয়া হবে।