বরিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বরিশালেরর বাবুগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচ জন। 

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2018, 04:55 PM
Updated : 10 Nov 2018, 05:10 PM

শনিবার সন্ধ্যায়  ক্ষুদ্রকাঠী এলাকার আসাদ ইটভাটার সামনে বরিশাল-মীরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে বলে বিমানবন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল জানান। 

দুর্ঘটনার পর বাবুগঞ্জ-মীরগঞ্জ সড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।  

নিহতদের দুজন হলেন অটোরিকশার চালক রাহাত (১৮) ও রুপম (৩০)। আরেকজনের পরিচয় জানা যায়নি। আহতদের শের-ই-বাংলা মেডিকেল করেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ওসি জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাবুগঞ্জ স্টিল ব্রিজ থেকে একটি অটোরিকশা আট জন যাত্রী নিয়ে রহমতপুর স্টেশনের দিকে যাচ্ছিল।

“বিপরীত থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।”

ওসি বলেন, অটোরিকশায় থাকা আট যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। 

আহতদের মধ্যে তাজুল (৪০), সাইদুল (৩০) ও সুমন (১৮) ছাড়া বাকিদের নাম পাওয়া যায়নি। তাদের এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ওসি জানান।

শের-ই-বাংলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহাবুবুর রহমান বলেন, “দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সবার অবস্থাই গুরুতর।”