বগুড়ায় র‌্যাব-পুলিশের যৌথ মহড়া

‘আইনশৃঙ্খলা রক্ষায়’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্যে বগুড়ায় র‌্যাব ও পুলিশের যৌথ মহড়া হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 02:53 PM
Updated : 8 Nov 2018, 02:53 PM

বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে র‌্যাব ও পুলিশের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা গেছে, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান নিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঠনঠনিয়া, জলেশ্বরীতলা, সাতমাথা, মাটিরডালি, চারমাথা, তিনমাথা, রেল স্টেশন ও বনানীসহ প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় র‌্যাব-পুলিশের যৌথ দল বাসস্ট্যান্ড ও ট্রেন স্টেশনে সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান বলেন, নির্বাচন তফসিল ঘোষণাকে সামনে রেখে সার্বিক আইনশৃংখলা রক্ষাসহ জনসাধারণের জান-মাল রক্ষার জন্য র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প কাজ করে যাচ্ছে।

“নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।”

বিশৃঙ্খলাকারী যে-ই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। কঠোর হস্তে দমন করা হবে। সাদা পোশাকে স্পর্শকাতর স্থানসমূহে গোয়েন্দা নজরদারি জোড়দার করা হয়েছে বলে তিনি জানান।

বুধবারও বগুড়া শহরে মহড়া দেয় র‌্যাব-১২।