নারায়ণগঞ্জে ‘আ. লীগ কার্যালয়ে গুলি,’ আটক ২

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের একটি কার্যালয় লক্ষ করে গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2018, 06:00 AM
Updated : 6 Nov 2018, 06:03 AM

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে সোমবার বিকেলে এই হামলা হয় বলে পুলিশ অভিযোগ পেয়েছে।

আটককৃতরা হলেন মুড়াপাড়া নগর এলাকার আলমাছ আলীর ছেলে ফারহান ওরফে ফালান (৩৬) ও গঙ্গানগর এলাকায় আনোয়ার আলীর ছেলে সেলিমকে  (৩৪)।

তবে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া দাবি করেছেন, তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

তিনি এ সময় ওই কার্যালয়ে ছিলেন না বলে জানান।

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল এই হামলার জন্য দায়ী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেছেন উপজেলা পরিষদ শাহজাহান ভুঁইয়া।

তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল বলেন, “সোমবার বিকেলে মুড়াপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে গুলির কোনো ঘটনা ঘটেনি। গুলির ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।”

এ ব্যাপারে পরিদর্শক রফিকুল বলেন, “দুইজনকে আটকে রেখে ককটেল ও ধারালো অস্ত্রসহ পুলিশে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।”

এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি বলে তিনি জানান।