পাবিপ্রবিতে জেলহত্যা দিবসে দায়সারা কর্মসূচির অভিযোগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো কর্মসূচি না রেখে বাইরে দায়সারাভাবে জেলহত্যা দিবস পালন করা হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছে ছাত্রলীগ।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2018, 05:18 PM
Updated : 3 Nov 2018, 05:39 PM

বিক্ষোভের পর ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে শনিবার প্রতিবাদ সমাবেশ করেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু অভিযোগ করেন, প্রতিবছর জেলহত্যা দিবস উপলক্ষে ক্যাম্পাসে শোক শোভাযাত্রা ও পাবনার কৃতী সন্তান এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্মরণসভা হয়। এবার তা হয়নি।

“প্রথা ভেঙে উপাচার্য রোস্তম আলী ফরাজী তার অনুগত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ক্যাম্পাসের বাইরে রাজশাহীতে দায়সারাভাবে দিবসটি পালন করেছেন।”

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আসিফ কবির, সহ-সভাপতি মাহমুদ কামাল তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক নূর উল্লাহ, শেখ রাসেল, বঙ্গবন্ধু হল শাখার সভাপতি লিংকন হোসেন সমাবেশে বক্তব্য দেন।

তারা উপাচার্যের বিচার দাবি করেছেন।

এ বিষয়ে উপাচার্য রোস্তম আলী ফরাজী বলেন, “অভিযোগ সঠিক নয়। জেলহত্যা দিবস উপলক্ষে ক্যাম্পাসে আলোচনা সভা হয়েছে। জাতীয় চার নেতার মধ্যে রাজশাহীতে শহীদ কামারুজ্জামানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

“আমার শরীর খারাপ থাকায় রাজশাহীর কর্মসূচি শেষে রাজশাহীর বাসভবনে চলে আসি।”