কুড়িগ্রামে ৫ হাজার কেজি ধানবীজ জব্দ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ‘ভারতে পাচারচেষ্টার জন্য লুকিয়ে রাখা’ সাড়ে পাঁচ হাজার কেজি ধানবীজ জব্দ করেছে বিজিবি।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2018, 12:50 PM
Updated : 2 Nov 2018, 12:50 PM

বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে দিয়াডাংগা বিওপির সদস্যরা এসব ধানবীজ জব্দ করেন।

তবে বিজিবি এ সময় কাউকে আটক করতে পারেনি।

বিজিবি কর্মকর্তা জামাল বলেন, “ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা বাজারে একটি পরিত্যক্ত গুদামে ভারতে পাচারের জন্য পাঁচ হাজার ৪০০ কেজি ধানবীজ লুকিয়ে রাখা হয়েছিল।

“গোপনে খবর পেয়ে দিয়াডাঙ্গা বিওপি ক্যাম্পের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধিসহ জনসাধারণের উপস্থিতিতে মালিকবিহীন অবস্থায় থাকা এসব ধানবীজ জব্দ করেন। এর দাম আনুমানিক ২১ লাখ ৬০ হাজার টাকা।”