সাত ঘণ্টা পর সচল আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র

যান্ত্রিক ক্রটির কারণে বন্ধ হওয়ার সাত ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট উৎপাদনে ফিরেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2018, 05:41 PM
Updated : 21 Oct 2018, 05:44 PM

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী শাহ আলম খান জানান, কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ৩টার দিকে মেরামত কাজ শেষ করলে সবকটি ইউনিট চালু হয়।

শাহ আলম খান জানান, রোববার সকাল ৮টার দিকে হঠাৎ আশুগঞ্জ-কিশোরগঞ্জ জাতীয় সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিলে বিকট শব্দে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবকটি সচল ইউনিট একযোগে বন্ধ হয়ে যায়। প্রকৌশলীরা চেষ্টা চালিয়ে তাৎক্ষণিকভাবে নয়টি ইউনিট চালু করেন।

“এ সময় বন্ধ থাকে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩ ও ৪, ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন, ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিপিপিসি ও ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রিসিশন ইউনিট।”

তিনি জানান, বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে মেরামত কাজ শেষ করেন বেলা ৩টার দিকে। “বর্তমানে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৪টি ইউনিট থেকে প্রায় এক হাজার ১৪৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।”