চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির রায়

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2018, 09:49 AM
Updated : 16 Oct 2018, 09:49 AM

চুয়াডাঙ্গার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়া হায়দার মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত মামুন আলী জেলার দামুড়হুদা উপজেলার সদাবরি গ্রামের আকুব্বর আলীর ছেলে।

মামুন পলাতক রয়েছেন।

যৌতুক না দেওয়ায় দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের রহিম বক্সের মেয়ে সাগরী খাতুনকে (২০) ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি পিটিয়ে হত্যার অভিযোগে এই মামলা হয়।

আদালতের পিপি আব্দুল মালেক মামলার নথির বরাতে জানান, সাগরীর পরিবারের কাছে তার স্বামী মামুন যৌতুক দাবি করেন। যৌতুক না দেওয়ায় ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি রাতে মামুন তাকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ।

এ ঘটনায় সাগরীর বাবা রহিম বক্স মামুনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই বছরের ৩১ মে মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় মোট ১৩ জনকে সাক্ষী করা হয়।

পিপি মালেক বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে।