বগুড়ায় বাসে পেট্রোল বোমা: ১০ জনের বিরুদ্ধে মামলা

২১ অগাস্ট গ্রেনেড হামলার রায়ের পর বগুড়ায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় দশ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2018, 07:56 AM
Updated : 11 Oct 2018, 07:56 AM

শাজাহানপুর থানার এসআই রুম্মন হাসান বাদী হয়ে বুধবার রাতে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন বলে ওসি জিয়া লতিফুল জানান।

মামলার এজাহারে দশ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

বুধবার দুপুরে একুশে আগস্টের গ্রেনেড হামলার রায় ঘোষণার পর বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি যাত্রীবাহী  বাসে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা; এতে দুই নারী আহত হন।

এ ঘটনায় জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদকে আটক করে পুলিশ।