কুড়িগ্রামে ভাঙনের কবলে স্থাপনা আবাদি জমি

কুড়িগ্রামে সপ্তাহব্যাপী চলা দুধকুমার নদীর ভাঙনে অর্ধশতাধিক বাড়িঘর, গাছপালাসহ অন্তত দেড়শ মিটার আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2018, 02:19 PM
Updated : 7 Oct 2018, 02:19 PM

রোববার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী গ্রামে গিয়ে দেখা যায় গ্রামটিতে যাওয়ার একমাত্র রাস্তাটির অর্ধেক নদীগর্ভে চলে গেছে। ভাঙন কবলিতরা তাদের ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

বাঁধ সংলগ্ন বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী কমিউিনিটি ক্লিনিক ও বোয়ালমারী দাখিল মাদ্রাসা ঝুঁকিতে রয়েছে।

ওই গ্রামের জহুর আলী বলেন, জায়গা জমি যা ছিল সব নদীগর্ভে বিলীন হয়েছে। এখন মাথা গোঁজার ঠাই নাই।

পারুল আক্তার নামের আরেক বাসিন্দা বলেন, গত তিনদিনে ৩২টি পরিবার গৃহহীন হয়েছে।

পাউবো জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা ঠেকানো যায়নি বলে জানিয়েছেন স্থানীয় নজরুল ইসলাম।

বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, “সামনে সমাপনী পরীক্ষা। স্কুলটি ভেঙে গেলে শিক্ষার্থীদের নিয়ে বিপদে পড়ে যাব।”

স্কুল ভবনটি নিলামের জন্য গত ২৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে তিনি জানান।

নুনখাওয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন বেপারী বলেন, “আমরা জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছি, তাতে লাভ হয়নি।”

ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামকে কয়েকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, “ভাঙনের খবর আমরা পেয়েছি। পানি উন্নয়ন বোর্ডকে রিপোর্ট দিতে বলা হয়েছে। আশা করছি সবাই মিলে ভাঙন রোধ করতে সক্ষম হব।”