নড়াইলে মাকে রাস্তায় রেখে দেওয়ার অভিযোগে ৩ সন্তান আটক

নড়াইলে রাতের আঁধারে মাকে রাস্তায় রেখে দেওয়ার অভিযোগে তার তিন সন্তানকে আটক করেছে পুলিশ।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2018, 05:41 PM
Updated : 28 Sept 2018, 05:41 PM

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়িয়া গ্রামের সামাদ শেখের ছেলে ডাকু শেখ, লাবু শেখ ও মেয়ে কুলসুম বেগমকে তারা আটক করেন।

বুধবার রাতে সামাদ শেখের ছেলেমেয়েরা তাদের মা ফুলজী বেগমকে (৮৫) রাস্তায় রেখে দেন বলে অভিযোগ।

ফুলজীর স্বামী সামাদ শেখ প্রায় ৩০ বছর আগে মারা গেছেন।

পরিদর্শক মনিরুল বলেন, ঘটনার সত্যতা পেয়ে পুলিশ ফুলজীর তিন সন্তানকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু খবর পেয়ে ফুলজীকে দেখতে গিয়েছেন।

তিনি বলেন, “আমি ওই মায়ের দায়িত্ব নিতে চেয়েছি। কিন্তু তার ছেলেমেয়েরা আপত্তি করেছেন। এ সময় আমি ওই মায়ের জন্য পাঁচ হাজার টাকা দিয়ে এসেছি। আর প্রতি মাসে তিন হাজার টাকা করে খরচ দেব বলে জানিয়েছি।”