কক্সবাজারে পৃথক অভিযানে বন্দুকসহ আটক ২

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বন্দুকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2018, 10:26 AM
Updated : 26 Sept 2018, 10:26 AM

কুতুবদিয়া থানার ওসি মো. দিদারুল ফেরদৌস জানান, বুধবার ভোরে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মৌলভীপাড়া ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘরপাড়ায় এসব অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন মৌলভীপাড়ার মো. আব্দুস সালামের ছেলে মোহাম্মদ রমিজ (৩৮) ও লেমশীখালী ইউনিয়নের আনুর বাপের পাড়ার নূর আহমদের ছেলে জসিম উদ্দিন ওরফে বাইট্টা জসিম (৩২)।

ওসি দিদারুল বলেন, অপরাধ করার কিছু সশস্ত্র লোক মৌলভীপাড়া এলাকায় সাগরপারে অবস্থান করছে বলে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

“এ সময় ওই এলাকার আব্দুস সালামের বাড়ির জাল রাখার ঘর থেকে পাঁচ-ছয়জন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে রমিজকে আটক করে। তার কাছে দেশি একটি বন্দুক পাওয়া গেছে।”

রমিজসহ সংঘবদ্ধ দল নৌযানযোগে সাগরে জলদস্যতার প্রস্তুতি নিচ্ছিল বলে জানান ওসি দিদারুল।

তিনি বলেন, একই সময় কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং বাতিঘরপাড়ার মোহাম্মদ হারুন ওরফে পাগলা হারুনের বাড়ির পরিত্যক্ত ঘরে অভিযান চালায় পুলিশ।

“এখান থেকে জসিমকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিমতে ওই ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়।”

এ সময় সেখান থেকে আরও একজন পালিয়ে যায় বলে তিনি জানান। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।