বেনাপোলে ২ নাইজেরীয় আটক

অবৈধ উপায়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল সীমান্তে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2018, 11:23 AM
Updated : 23 Sept 2018, 11:24 AM

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, রোববার পুটখালী গ্রামের উত্তরপাড়ায় সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের ৪০ গজ ভেতরে তাদের আটক করা হয়।

“এরা হলেন ওলাতুন্ডে তিমোথি (৩৪) ও ভিতাস ইয়েনা (৪১)। তারা নাইজেরিয়ার ইকেজা শহরের স্টেট লাগম ডি ৬ এর ৩ নম্বর ফ্লাটের বাসিন্দা।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কর্নেল ইমরান বলেন, আটক নাইজেরিয়ানরা দীর্ঘদিন ধরে ভারতের কলকাতায় অবস্থান করছিলেন। দালালদের মাধ্যমে বাংলাদেশের একটি ক্লাবে ফুটবল খেলতে তারা বাংলাদেশে আসছিলেন। 
তাদের কাছে ছয়টি পাসপোর্ট, ছয়টি মোবাইল ফোন সেট, ৪০০ ইউএস ডলার, দুই হাজার ৩২০ ভারতীয় রুপি, ১০ হাজার নাইজেরীয় মুদ্রা নাইরা, পাঁচ হ্জার ৫০০ বাংলাদেশি টাকা, আটটি ক্যাশ কার্ড, চারটি হাত ঘড়ি এবং একটি ডিভিডি প্লেয়ার পাওয়া যায় বলে ইমরান জানান।

আটক নাইজেরিয়ানদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।