বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু, প্রকৌশলী বরখাস্ত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যান নিহত হয়েছেন, এ ঘটনায় দুই প্রকৌশলীসহ তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 02:38 PM
Updated : 18 Sept 2018, 02:38 PM

মঙ্গলবার নগরীর বাসনের কড্ডা গ্রিড উপকেন্দ্র সংলগ্ন তুরাগ নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে বলে বাসন থানার এসআই লেবু মিয়া জানান।

এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গটন করেছে কর্তৃপক্ষ।

নিহত মার্শাল হিরো টিটু (৩৮) ফরিদপুরের মধুখালী থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে।

এসআই লেবু মিয়া বলেন, বেলা ১১টার দিকে কড্ডা গ্রিড উপকেন্দ্র সংলগ্ন তুরাগ নদীর ধারে একটি বৈদ্যুতিক খুঁটিতে কাজ করে নেমে আসার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

“তার কপালে কাটা ও নাক দিয়ে রক্ত ঝরার দাগ রয়েছে।”

গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) মোল্যা আবু জিহাদ বলেন, কাজের সময় বিদ্যুতের লাইন বন্ধ করা হয়েছিল। নামার সময় হঠাৎ করে কীভাবে বিদ্যুৎ আসল তা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া কাজে গাফিলতির জন্য ওই ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বরখাস্তরা হলেন পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জুনিয়র প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম ও নুরুজ্জামান এবং গ্রিড-১-এর লাইনম্যান তাজউদ্দীন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এসআই লেবু জানিয়েছেন।