রাবিতে ভর্তি আবেদন ৩ লাখ, প্রতি আসনের জন্য ৬৮ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ বছর ভর্তির আবেদন করেছেন প্রায় তিন লাখ শিক্ষার্থী; যাদের মধ্যে শেষ পর্যন্ত ভর্তির সুযোগ পাবেন ৪ হাজার ১৭৩ জন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2018, 11:37 AM
Updated : 13 Sept 2018, 11:37 AM

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বৃহস্পতিবার জানান, শেষ সময় হিসেবে বুধবার রাত ১২টা পর্যন্ত মোট দুই লাখ ৮৫ হাজার ৫৬টি প্রাথমিক আবেদন জমা পড়েছে।

এই হিসেবে প্রতিটি আসনের জন্য ৬৮ জন আবেদন করেছেন।

অধ্যাপক খাদেমুল বলেন, “এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষা ফলের ভিত্তিতে প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে ১ লাখ ৬০ হাজার জন ভর্তিপরীক্ষায় বসার সুযোগ পাবেন। তাদের মধ্য থেকে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হতে পারবেন ৪ হাজার ১৭৩ জন।”

এই হিসেবে প্রতিটি আসনের জন্য ভর্তিপরীক্ষায় বসবেন ৩৮ জন।

যারা ভর্তিপরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন তাদের তালিকা আগামী ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

অধ্যাপক খাদেমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর প্রতি ইউনিটের জন্য ৩২ হাজার শিক্ষার্থী বাছাই করা হবে। ১৬ সেপ্টেম্বর তালিকা প্রকাশের পর নির্ধারিত ফি দিয়ে আবেদন নিশ্চিত করতে হবে।

আগামী ২২-২৩ অক্টোবর ভর্তিপরীক্ষা হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।