জামালপুরে ১৯০ বস্তা চাল জব্ধ, ডিলার পলাতক

জামালপুর সদরে কালোবাজারে বিক্রী করা খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজির ১৯০ বস্তা চাল জব্ধ করেছে প্রশাসন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2018, 05:43 PM
Updated : 11 Sept 2018, 05:43 PM

মঙ্গলবার রাতে জোকা গ্রামের দুটি বাড়ি ও একটি দোকানে এই অভিযান চালানো হয় বলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মাজহারুল ইসলাম জানান।

অভিযানের খবর পেয়ে কথিত কালোবাজারে চাল বিক্রয়কারী ডিলার পালিয়ে গেছেন।

সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের মতিউর রহমান নামে একজন ডিলার সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রি করেছেন খবর পেয়ে তিনি অভিযান চালান। রাত ৯টায় তিনি সদরের জোকা গ্রামের বিল্লাল হোসেন বিলু ও আবুল কালামের বাড়ি এবং একই এলাকার সোলায়মানের দোকান থেকে ১৯০ বস্তা চাল জব্ধ করেন বলে জানান।

সহকারী কমিশনার বলেন, প্রতিবস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। ১০ টাকা কেজির এসব চাল ডিলার মতিউর রহমান কালবাজারে বিক্রি করেছেন বলে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে নিশ্চিত করেছেন।

অভিযানের খবর পেয়ে ডিলার মতিউর রহমান পালিয়েছেন। জব্ধ করা চাল নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

মাজহারুল ইসলাম আরও জানান, এ ব্যাপারে ডিলার মতিউর রহমানসহ কালোবাজারীর সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।