টাঙ্গাইলে শিশুর ‘শ্লীলতাহানির অভিযোগে পিটিয়ে হত্যা’

টাঙ্গাইলের মির্জাপুরে ছয় বছরের এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2018, 09:09 AM
Updated : 8 Sept 2018, 09:10 AM

মির্জাপুর থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, শুক্রবার রাত ৮টার দিকে বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত শাহিন মোল্লা (৩৮) ওই গ্রামের সৈয়দ মোল্লার ছেলে। তিনি কাঁচামাল কেনাবেচা করতেন।

ওসি মিজানুল প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, বৃহস্পতিবার বিকালে শাহিন তাদের বাড়ির পাশের ছয় বছরের এক শিশুর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। সন্ধ্যায় গ্রামের সুমন, অয়ন, ইজাজ বিচারের কথা বলে তাকে ডেকে স্কুলমাঠে নিয়ে যান।

“তারা অন্যদের সামনে লাঠিসোটা দিয়ে তাকে পিটিয়ে আহত করেন। তাদের বাধা দেওয়ায় শাহিনের স্ত্রী ও গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আমজাদ হোসেনকেও আহত করেন তারা। শাহিনকে হাসপাতালে নিতে গেলে তারা বাধা দেন বলেও অভিযোগ।”

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে জানিয়ে তিনি বলেন, প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানান ওসি শাহিন মোল্লা।