চাঁপাইনবাবগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ নিহত

সারা দেশে মাদকবিরোধী অভিযানের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের গুলিতে একজন নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2018, 05:00 AM
Updated : 7 Sept 2018, 05:10 AM

উপজেলার নয়াদিয়াড়ী এলাকার একটি আম বাগানে বৃহস্পতিবার রাত ১টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়ড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান।

নিহত আবুল হোসেন বাবু (৩৭) উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের আলম হোসেনের (সাবেক ইউপি সদস্য) ছেলে।

হোসেন ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা ছিলেন বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব কর্মকর্তা মুরাদ বলেন, নয়াদিয়াড়ী এলাকার একটি আমা বাগানে মাদক কেনাবেচার খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় কয়েকজন মাদক বিক্রেতা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে মাদক বিক্রেতার পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

গোলাগুলির সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও ১৭৭ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়েছে বলে মুরাদ জানান।