জয়পুরহাটে সেনাসদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে তরুণ আটক

জয়পুরহাটের কালাই উপজেলায় সেনাসদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে এক তরুণ আটক হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2018, 12:52 PM
Updated : 3 Sept 2018, 12:52 PM

কালাই থানার ওসি আব্দুল লতিফ জানান, উপজেলার থুপসারা এলাকা থেকে সোমবার সকালে তাকে আটক করা হয়।

আটক নূর মোহাম্মদ মিন্টু (২০) গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চকদাতিয়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

তার বিরুদ্ধে সেনাবাহিনীর পোশাক পরে সরকারি চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি লতিফ বলেন, মিন্টু সেনাবাহিনীর পোশাক পরে সরকারি চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন।

“সকালে থুপসারা এলাকার রুবেল হোসেনের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করেন।”

তার বিরুদ্ধে কালাই থানায় মামলা হয়েছে বলে জানান ওসি আব্দুল লতিফ।