গাইবান্ধায় বাস-ট্রাক্টর সংর্ঘষে শিশুসহ নিহত ৫

গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা টাক্টরের সঙ্গে বাসের সংঘর্ষে এক পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন; আহত হন অন্তত নয়জন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2018, 07:40 PM
Updated : 1 Sept 2018, 11:27 AM

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাইচমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার সুন্দরগঞ্জ উপজেলার নাচনি ঘাগোয়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে এমদাদুল হক (২৮), তার স্ত্রী কাকলী বেগম (২২), তার মেয়ে হেনা খাতুন (৭) ও তার বোন আফরোজা বেগম (৩০) ও পাটুয়াখালীর দুমকি উপজেলার সুমন মিয়া (৩০)।

আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক্টরকে পাশ কাটানোর চেষ্টা করে।

“ট্রাক্টরের পেছনে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুটিতে ধাক্কা খায় বাসটি। তারপর সড়কের পাশে জলাশয়ে উল্টে পড়ে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে ওই জলাশয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে চার বাসযাত্রী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর শিশু হেনা মারা যায়।”

এ ঘটনায় পলাশবাড়ী উপজেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে ওসি জানান।

তিনি  বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

বাস ও ট্রাক্টর চালক-হেলপাররা পালিয়ে গেছে বলে তিনি জানান।