ঝিনাইদহে সেনা সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ২

ঝিনাইদহে সেনা সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 06:59 AM
Updated : 19 August 2018, 07:05 AM

জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সদর উপজেলার বোড়াই গ্রাম ও চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- সদর উপজেলার গোরাই এলাকার মিজানুর রহমান ও বংকিরা এলাকার আকিমুল ইসলাম। 

নিহত সাইফুল (৩২) বংকিরা এলাকার হাবিবুর রহমান হাবুর ছেলে; তিনি টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের মেডিকেল কোরে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।  

শনিবার রাতে সাইফুল তার শ্বশুর সামছুল ইসলাম ও নৌবাহিনীতে কর্মরত ভাই মনিরুল ইসলামের সঙ্গে একটি মোটরসাইকেলে করে বদরগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

পথে বংকিরা গ্রামের হাওনঘাটা মাঠে গাছের ব্যারিকেড ফেলে তাদের পথ আটকে ১০/১২ জন দুর্বৃত্ত সাইফুলের হাতে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মিজানুর বলেন, এ ঘটনায় সাইফুলের বাবা বাদী হয়ে রাতেই অজ্ঞাত পরিচয় ৫/৬ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন।

“মামলার পর অভিযান চালিয়ে বোড়াই গ্রাম থেকে মিজানুর ও বদরগঞ্জ থেকে আকিমুলকে গ্রেপ্তার করা হয়।”

পরে আকিমুলের দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।