মেঘনা-গোমতী সেতু এলাকায় জট চলছেই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতু এলাকায় জট লেগেই আছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2018, 07:09 AM
Updated : 17 August 2018, 07:10 AM

সড়কে চার লেন কিন্তু সেতুতে একটা, ঈদ সামনে রেখে গাড়ির সংখ্যা বৃদ্ধি আর পুরনো গাড়ি ঘন ঘন বিকল হওয়ায় জট লাগছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এছাড়া পণ্যবাহী গাড়ি থামিয়ে পুলিশ চাঁদা আদায় করায় জট বাড়ছে বলে অভিযোগ করেছেন পরিবহন শ্রমিকরা। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

সেতুর টোল প্লাজার ব্যবস্থাপক শিকদার মো. ইউনুস আলী বলেন, মহাসড়কের চার লেন দিয়ে বিরামহীন গাড়ি আসে। কিন্তু টোল প্লাজা পার হয়ে গাড়িগুলোকে সেতু পার হতে হয় এক লেন ধরে।

“সেতুর এক লেন দিয়ে যতগুলো গাড়ি পার হয়, মহাড়কের চার লেন দিয়ে তার দ্বিগুণ হারে গাড়ি এসে এসে সেতুর দুই পাশে জড়ো হয়। এছাড়া উঁচু সেতুতে উঠতে গিয়ে পুরনো গাড়ি বিকল হয়। ওই গাড়ি ক্রেন দিয়ে সরাতে সরাতে জট লাগে।”

এসব কারণে সেতু এলাকায় প্রায়ই যানজট দেখা যায়। এছাড়া ঈদ উপলক্ষে আছে বাড়তি চাপ। কয়েক দিন ধরে সরেজমিনে কুমিল্লার গৌরীপুর থেকে মুন্সিগঞ্জের জামালদি পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার রাস্তায় জট দেখা যাচ্ছে। কখনও কমছে কখনও বাড়িছে এই জট।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম বলেন, “ঈদ সামনে রেখে গত দুই দিন ধরে পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে। একই কারণে পুরনো গাড়িও রাস্তায় নামছে আর বিকল হচ্ছে।”

এই বাড়তি চাপ সামলাতে মেঘনা-গোমতী সেতুর নিচে রোববার থেকে ফেরি চালানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন টোল প্লাজার ব্যবস্থাপক ইউনুস আলী।

এদিকে ফিটনেসবিহীন পুরনো গাড়ি থামিয়ে পুলিশ চাঁদা আদায় করছে বলে পরিবহন শ্রমিকরা অভিযোগ করেছেন।

একজন ট্রাকচালক ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে জটে দাঁড়িয়ে থাকার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ যখন আমার গাড়ি থামিয়ে চাঁদা আদায় করে তখন আমার পেছনে এসে অন্যান্য গাড়িকে দাঁড়িয়ে থাকতে হয়।”

তবে পুলিশ এমন অভিযোগ অস্বীকার করেছে।

ওসি আবুল কালাম বলেন, “চাঁদা আদায়ের অভিযোগ ঠিক নয়। আমরা বরং জট নিরসনে নিরলস কাজ করে যাচ্ছি।”