রাজবাড়ীতে হত্যার দায়ে ছেলের ফাঁসি, বাবার যাবজ্জীবন

রাজবাড়ীতে হত্যার দায়ে ছেলেকে ফাঁসি আর তার বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2018, 10:24 AM
Updated : 14 August 2018, 10:24 AM

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম মঙ্গলবার পাঁচ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে বাবাকে আরও তিন মাস কারাগারে থাকতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মিনহাজ উদ্দিন ও তার ছেলে রবিউল সরদার।

রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় ছিলেন।

এছাড়া এ মামলায় আদালত আরও চার আসামিকে বেকসুর খালাস দিয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ১২ মে একটি সালিস বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে বেথুলিয়া গ্রামের ঠাণ্ডু শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই লিটন মাহমুদ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ছয়জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়।

মামলায় আদালত মোট ২১ জনের সাক্ষ্য নিয়ে এ রায় ঘোষণা করে।