সাভারে গরুর ট্রাকসহ ৮ ‘ডাকাত’ গ্রেপ্তার

ঢাকার সাভারে গরুর ট্রাকসহ আট ডাকাতকে গ্রপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2018, 10:30 AM
Updated : 10 August 2018, 10:30 AM

সাভার থানার এসআই মোফাজ্জল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি গরুসহ ট্রাক উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জুয়েল (৩৫), আলামিন (২৫), সায়েদ (২৮), জসিম (২৭), সোহেল সরদার (২৭), রাসেল (২৬), সুমন (২৯) ও কাউছার (২৭)।

গত ৩ অগাস্ট রাতে তারা ঢাকা-আরিচা মহাসড়কে সালেহপুর ব্রিজের কাছে ব্যারিকেড দিয়ে তিনটি গরুসহ ট্রাক আটক করেন বলে পুলিশের ভাষ্য।

এসআই মোফাজ্জল বলেন, টাঙ্গাইল থেকে একটি ট্রাকে তিনটি গরু নিয়ে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী ঢাকায় যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে ডাকাতরা একটি বালুর ট্রাক দিয়ে তাদের গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে চালক ও গরুর মালিককে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গরু ব্যবসায়ী জাকির সাভার থানায় মামলা করেন।

এসআই মোফাজ্জল বলেন, মামলার পর পুলিশের একটি দল অভিযান চালিয়ে আমিনবাজারের বসিলা এলাকা থেকে জুয়েল নামে এক ডাকাতকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও সাত ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে বসিলা এলাকা থেকে ট্রাকসহ গরু তিনটি উদ্ধার করা হয় বলে তিনি জানান।